আবার যদি চাঁদাবাজে বাংলাদেশটি যায় ভরে
যুদ্ধ ঘোষণা করবো আমি সন্ত্রাসীদের তরে,
আবার যদি কলুষিত হয় আমার দেশের মাটি
প্রতিরোধের দেয়ালে গড়বো আত্ম-সেনা ঘাটি।
আবার যদি কিশোর গ্যাংরা জন্ম নিতে চায়
স্বমূলে ওদের ধংস করবো কার কি আসে যায়,
আবার যদি পাতি নেতাদের হুলুস্থুল যায় বেড়ে
অসভ্যতা মানবো না আমি,শক্তি নেবো কেড়ে।
আবার যদি এই সমাজ হয় মাদক ছড়াছড়ি
আগুন জ্বালবো আস্তানাতে বলছি কড়াকরি,
আবার যদি চুরি-ধান্দামি-ডাকাতি কেউ করে
শান্তি পাবে না এই দেশেতে অকালে যাবে ঝড়ে।
আবার যদি সত্যমঞ্চে বাঁধা দিতে কেউ আসে
জ্বলেপুড়ে সব আংগার হবে অগ্নি মহাত্রাসে,
আবার যদি নতুন করে ষড়যন্ত্র জাল ফেলে
জনগন সব নিঃশেস করবে আগ্নেয়গিরি জ্বেলে।