জন্ম হয়েছে একটি শিশুর,
বাবা-মা রেখেছে নাম।
মানুষের এই বিভেদের কারণে,
খোঁয়া যাচ্ছে তার প্রাণ।
শিশুকালেই পড়েছে বাধা,
করেছে সবাই হেলা।
জন্ম নিয়েই পাপ করেছে,
নিয়তির কি খেলা।
নাম পেয়েছে নানান রকম,
ডাকে সকল ভাই,
ছোট্ট থেকেই অবহেলিত,
একটু ভিন্ন তাই।
জন্ম থেকেই এই সমস্যা,
মন্ টি তাহার ভিন্ন।
এই সমাজের সবাই যেন,
করেছে তাহাকে ছিন্ন।
ছেলের মত দেখতে থাকে,
মেয়ের মত সাজে।
মায়ের সাথে সাহায্য করে,
ঘরের সকল কাজে।
সবাই তাকে ঘৃণা করে,
বলে নানান  কথা।
এই দেহ নিয়ে জন্মিয়ে তার,
এ জীবনটাই বৃথা।