কয়েক-দিন আগের কথা,
   স্মৃতি হারা এক প্রাণী!
হঠাৎ করে দেখা হলো,
   নামটি নাহি জানি?

কষ্ট করে হাঁটছে দেখি,
   পা টি গেছে খোঁয়া,।
আদর যত্ন কম করিনি,
   বিফলে যায়নি ছোঁয়া।

আমার কাছে থাকতে তো সে,
   করছে নাকো দ্বিধা।
আমার পোষা প্রাণী হতে,
   কেউ দেয়নি বাধা।

বাড়ির পাশের পড়শি বলে,
   দুষ্ট মাখা প্রাণী!
যখন সে হারিয়ে যাবে,
   বুঝবে মজা খানি।

বললাম তাকে ক্রুদ্ধ কন্ঠে,
   চুপ তো এবার করো।
আমার পোষা প্রাণী হয়ে,
   হবে অনেক বড়ো।