রংধনুতে সাতটি রং,
করছে নানান খেলা।
ভিন্ন ভিন্ন সাজ-সজ্জায়,
বসিয়েছে এক মেলা।
রঙের মেলায় ভাসছে আকাশ,
মেঘ হয়েছে নীল।
জল তুলতে মেঘ রাজ,
নামছে দেখো বিল।
গাছের পাতায় সবুজ যেন,
নুয়ে পড়ে রোজ।
রক্তের রং একদম লাল,
কেউ কী রেখেছ খোঁজ!
হাজার কাজে রঙের বাহার,
বাহারি ফুলের কলি।
তুমি আমি একসাথে আজ,
রং এর তুলি ।