অপূর্ণতাই ভালোবাসার,
     হয়তো শেষ পরিণাম।
প্রেম তো শুধু সেই অনুভূতির,
    চিরন্তন নদীর নাম।

ইচ্ছে গুলো ডানা মেলে,
   উড়ে যেতে চায়।
সেগুলো তো গল্পের মতো,
   অপূর্ণ থেকে যায়।

সম্পর্কটা ইতি টেনেছে,
   নীরবতা তাই অন্তহীন।
ফিরে  তাকানোটা নিষ্প্রয়োজন,
   আর অপেক্ষাটা অর্থহীন।