আমি এক অচেনা পাখি,
ঘরের কোণে একলা থাকি।
নিজের মতো চলি,
আমায় নিয়ে হাজার মানুষ,
করে বলা-বলি।
নিজের মতো থাকি,
নিজের কথা ভাবি।
আমি যেন আমায় নিয়ে,
হাজার গল্প লিখি।
সারাটা দিন কাটে আমার,
হাসি কান্নার মাঝে।
গোধূলি বিকেল যেন,
সন্ধ্যে হলে সাজে।
ঘরের কোণে আছি বসে,
আঁকছি তার ছবি।
কি জানি কি তাকে নিয়ে,
একলা একলা ভাবি।
আমি তো ছিলাম না এমন!
হয়েছি যেন কেমন!
ভাবি শুধুই তার কথা,
পেয়েছি যে মনে ব্যাথা।
সময় সন্ধ্যেবেলা,
হাঁটছি একলা।
তাকে ছাড়া এটাই যেন,
আমার অ-বেলা।