রাতটা ভীষণ গভীর হয়
নিদ্রা যে নেই,
কেমনে কাটবে সময়?

জোছনা মাখা আকাশ দেখে
প্রহর কেটে যায়।
অন্ধকার তো অমাবস্যা
কি করিব হায়!

জীবন থেকে নিদ্রা গেছে
গেছে ঘুমের গান।
স্বপ্নগুলো হাল ছেড়েছে
একাকিত্বে মোর প্রাণ।

নিদ্রা আমায় গেছে ছাড়ে,
আপন ঠিকানায়।
একলা আমি বন্দি ঘরে
মনের যাতনায়।

কষ্টটা আজ নিজের সাথী,
নিদ্রা উপমা।
দোহাই খোদা নিদ্রা দাও,
করো করুনা !