হৃদয়ে বাহতা নদী,
যদি থেমে যায় কোনদিন!
আমি ভুলে যাবো তোমাকে।

হৃদয় সমুদ্র যদি বাঁধে বালুচর,
তবে মাঝি বাইবে না তরী সেখানে,
আমি ভুলে যাব তোমাকে।

বলাকারা মিলবে না পাখা,
গাংচিলও উড়বে না কখনও,
বসন্ত আসবে না কোনদিন,
দিগন্ত থাকবে শুষ্ক, শূন্য, রিক্ত,
আমি ভুলে যাবো তোমাকে।

ফুলের পাপড়িরা গন্ধ দেবে না  ভুলেও,
কোকিলের কুহু তানে ফুরাবে সেই অবসরে,
চলে যাবে ভীষণ চিত্তে অজান্তে চুপি সারে,
আমি ভুলে যাবো তোমাকে।

প্রকৃতি তার নিজের রুপে,
ফুটাবে শূন্য, স্তব্ধতা।
দুনিয়ার মায়া তখনি  ফুরাবে ,
পরে যাবে মরিচীকা!
আমি ভুলে যাব তোমাকে।

( আমি ভুলবো কেমন করে?)