হেমন্তে গাঙচিল,
  উরছে আকাশে।
গায়ে হালকা শীত,
লাগছে বাতাসে।

সময় যায়,ঋতু পাল্টায়।
হেমন্তের শেষ , শীত অপেক্ষায়।

সকালে শিশির ঝরে,
  বহে শীতল বাতাস।
কুয়াশার চাদরে ধেঁকে,
  অদৃশ্য আকাশ।

ভাপা,কুলি, দুধ- চিতই,  
  নানা রকম পিঠা।
শীত কালে এসব যেনো
  খেতে লাগে মিঠা।

পিঠা- পুলি উৎসবে,,
  শীতের নেই জুরি।
চারি দিকে হলুদ রঙে,
  সরিষা ফুলের বুড়ি।