অদ্ভুদ তুমি, অদ্ভুদ তোমার কথোপকথন!
কোথায় যেনো ছিলে, তালে তাল মিলে হলে পরিচিতি
ছিিলো তো চেনা আগেই, তবে কেনো অবনতি!
এই যে মিষ্টি মেয়ে তোমাকে বলছি-
বাহ! ভালোই পারো, সজাসোজি বাদে আড়াআড়ি দিতে
তুমি প্রথম, অনুমতি নিয়ে করতে এলে মজা,
শুরু ভালো হলেও, পরে তা গেলো নাকো বুঝা...
তিড়িংবিড়িং চক্ষু তোমার, রক্তিম প্রেম ঠোঁটে
ঝগড়া করলে তুচ্ছ ফড়িং ক্যামনে বলো থাকে
কেশ দ্বারা বন্দি করে, নিয়ে নিজের কাছে
উড়ে গেলেও সেই পুনরায় ফিরবো নেচে নেচে...
এই যে শুনো, মিষ্টি দেখে পিপড়া কভু পাই নাকো ভয়
যদিও বা বলে তাহা, সেতা নাহি ভয় ।
শেষে, চিনেছি চিনেছি ওগো তোমারে,
তুমি সেই প্রিমো এ ভূবনে !