জীবিত একটি লাশ আমি
আমার বুকের ভিতরে যে, অগ্নি জ্বলছে!
আমি কারে বুঝায়, সব আজ আমার পর হয়েছে।
ভাবতে পারো কতটা ক্লান্ত আমি...
আমি আছি অথচ আমার শরীর সাথে নেই
চক্ষু আছে কিন্তু দৃষ্টি নেই,
মন আছে আজ আর অনূভব নেই,
বুঝতে পারো কতটা আনন্দিত আমি...অনেক আনন্দিত অনেক।
যখন ফল বৃক্ষে মুকুল আসবে ,
আচমকা এক ঝড় এসে সব উলাটপালট করে দিলে...
হুমহ! আজ শুধু বৃক্ষ হয়ে আছি , ফল নেই।
মুকুলের মধু খেতে আর মৌমাছি আসে নি।
তোমার স্পর্শ কাতর রক্তিম ঠোঁটে,
যেদিন আমার স্পর্শ হয়েছিলো বেশ নিরবে
যা ছিলো কথা সব হয়েছিলো বলা...
এখনও যে পারি নি ভূলতে।
প্রতিনিয়ত সামনে এসে আমাকে আক্রমণ করে ভীষণ ভাবে।
কষ্টগুলো বুকের ভীতরে চিনচিন করে উঠে
কত চেষ্টা করি, পারি না; দম বন্ধ হয়ে যায়
তোমারে দেখবার জন্য হণ্য হয়ে উঠে,
তোমার চিরল দাতেঁর হাসি, আমার কর্ণে বাজে।
আমি পাগল.. পাগল... পাগল হয়ে যায়।
কে বুঝাবে আমায়, বুঝ আসে না।
অবুঝ বনে গেছি, আর যে পারি না! পারি না,
তুমি এখন অন্যের পোষা পাখি,
মিছে ভেবে শুধুই আমি তোমার ছবি, এখনও আকিঁ।
জানি লাভ নেই তারপরও, কিভাবে ভূলি বলো...?
ভাগ্যিস গুছিয়ে নিয়েছিলাম, নয়তো ...