মানুষ—এক জটিল রসায়ন,
স্বপ্নে ভাসে, বাস্তবে হোচট খায়।
সবাই যেনো একই সূত্রে গাঁথা,
তবু ভেতরে ভিন্নতা রয়।
কোন অদৃশ্য বিক্রিয়া চলে?
কোন কেমিক্যালের খেলা?
কেউ হাসে আলোয়, কেউ হারিয়ে যায়,
অশ্রুর স্রোতে ভাসে ভেলা।
কল্পনার রঙিন আয়নায় দেখি,
নিজেকে কতবার নতুন করি,
তবু এই মনের ল্যাবরেটরিতে—
রহস্য রয়েই যায়, অজানা সব সূত্র ধরে!