সবাই আছে সবার মতো কারো মতো কেউ না
রুপের গঠন একই ভবে গুনে তো মিলে না,
না মিলে তো চলন-ফিরন;
না মিলে ভাবনায়-
তাই তো বুঝি এই জিলাপি , প্যাঁচ লেগেছে ধরায়।
ঘণ্টা যেথায় বাজে ভবে সেথায় তো ভীড় নাই,
কৃত্তি শব্দে বেশ আনন্দ সেদিকেই সব তাই।
ভবে কেউ তো কারো নয়- দয়াময়,
কোপন করো হৃদয়ে প্রেমের চারা
অন্ধের ধরাতে তুমি চলন্ত ধ্রুবতারকার -
রচনা- ১৩.০২.২০২০ বৃহস্পতিবার