আমি অতিশয় একজন সাধারন বালক, সর্বদা তোমার কাছে!
কারন, আমার নেই রুপের সুন্দর্য! নেই অর্থ কড়ি ।
পাড়া-ভার্সিটির হাজার ছেলে, চোখ টিপটিপিয়ে তোমার ইমপ্রেস করে, পাগল হয়ে ছুটে তোমার পিছু!
আমার মতো মনের মাধুর্য দিয়ে ভালোবাসতে, ওরা চেষ্টাও করেনা,
তাই বুঝি আমাকে তুমি সহ্য করতে পারো না, ভাবো বড্ড নিচু!
ভালোবাসা যদি অর্থেরই হয়, কোথায় ভালোবাসা?
ভালোবাসা যে এখন সার্থের, তাই সর্বদাই সর্বনাশা!
কূলে না গিয়েই তরী ডুবে, প্রতারিত হয়ে ওই স্মার্টদের খপ্পরে পরে।
হুমহ! আমার মতো বোকা বালক সর্বদা এভাবেই পাহাড় বয়ে,
চট করে যায় ঝড়ে, তোমাদের ওই লোভী মনের বারান্দা থেকে...
কি পেয়েছো বলো ? খামাখা এমন করে!
সুখের বাড়ি আগুন দিয়ে,
বসন্তের কোকিলে ভর করে চলতে পারবা কয়দিন..?
ওর সময় হলে উড়ে যাবে, খবর নিবে না কোনোদিন!
তবুও জানি তুমি স্বীকার, কিন্তু আমার ভালোবাসা কমে নি, একবিন্দু কমে নি...
তোমার জন্য তাজমহল আমি নির্মাণ করে রেখেছি!
কারন, বিশ্বাস একদিন মনে পড়বে! পড়তেই হবে।