প্রিয়জনের অশ্রুজল! রুক্ষ ভুমির অভিনয়
মানুষিকতায় ঘাঁ হয়েছে, চেতনায় বসেছে ভূত।
বাহুবলীর কল্প দাপটে; গেজানো ভাতের স্বাদ
মুখে হাসি বুকে বল; অন্তর ভ্রষ্ট অপদার্থ
কুয়োর ব্যাঙের কান্ড বিশ্ব মঞ্চে তামাশা
অমৃত নামে এ যুগে খাই উন্মাদ- বাতাশা
সত্য দ্রষ্টার অভাব যেনো বস্ত্রহীন রমণী
আপন করার চরিত্রটা হারিয়ে ধমণী-
পুরুষোত্তম! হে মহাত্তম মহাত্মাবিষ্ণু
সকলেই আমি,   আমি সকলে
এই তো এখন      " আমরা "


🌠 Ándrós - আন্ড্রোস
রচনাঙ্গন: বসুন্ধারার তারারপথের আশ্রমে