কি যে প্রিয় তা জানি না-
নিজেকে আজ বুঝি না বলে।
অপ্রিয় বা কি সেটাও বোধে আসো না!
ভালো লাগা আর না লাগার খপ্পরে
জীবনের ১২ টা। চলমান সময়ের জীবন এক রহস্য;
প্রিয় কখনো অপ্রিয় হয়ে যায়
অপ্রিয় আবার প্রিয় হয়ে যায়-
এই ক্রমাগত ভাবধারাতে আমি
সত্যি-ই সন্দিহান, আসলে আমার
প্রিয় কি হওয়া উচিত-জীবন তো সহজ!
জটিল শুধু মাত্র সুত্রটা।
সেই জটিল সূত্র না বোঝার জন্যেই
জীবন থমকে যায় চলার পথের
বিভিন্ন বাকে বাকে -
কখনো আবেগ-বিবেকে
কখনো হাসি-কান্নায়
কখনো সুখ-দুখে
কখনো সুস্থ-অসুস্থতায়
কখনো ভালো লাগাতে- ভালো না লাগাতে
কখনো ভুল বুঝা-বুঝিতে
কখনো চাকচিক্য রমনীর প্রেমে
কখনো বা মোহের প্রভাবে
কখনো বা ক্ষুধার যন্ত্রণায়, অভাবে তাড়নায়
কখনো বা ফৌজদারি আর উটকো ঝামেলায়
কখনো জন্ম-মৃত্যুতে
এই পৃথিবীতে কোন প্রিয়, আমাকে ভাবায় না।
আসলে জীবন রহস্য। সহজ কিন্তু সূত্রটা জটিল।