একটি মেয়ে, যার চোখে রঙ্গিন স্বপ্ন ।

একটি মেয়ে, যে বাচঁতে চায়
বাচাঁর জন্যে করে হাহাকার
আর্তচিৎকার,
কেউ শুনে না সে ধ্বনি ।

সেই মেয়ে, যার চোখ আজ নিমীলিত ।।।


যদি তোমার মেয়ের এমন হতো
প্রতিবাদী ঝড় তোমার গায়ে কি বইতো না ?
আজ তুমি উদাসীন
কাল তোমার মেয়ের কি এমন হবে না
স্বার্থমগ্ন অন্ধ সমাজ ?
আমি চললাম প্রতিবাদ মিছিলে
যদি চাও আসতে পারো,
মিছিলে মিছিলে গড়বো আগামী ভুবন ।
ফুটাবো নিষ্পাপ ফুলের রঙ্গিন স্বপন ।
প্রয়োজনে হব দাবানল ||

একটি গল্প লেখা শেষ হলো
খোঁজে পাইনি কোথায় ভুল হলো,
তাই আজ আমি বদ্ধ প্রাচীরে
সর্বোচ্চ নিরাপদ আশ্রয়ে ।
হঠাৎ একটি সূক্ষ্ম ব্যথা
হৃদয়ে অনুভূত হলো,
মুহূর্তের মাঝে সবকিছু থেমে গেল
চিন্তা, চেতনা, হৃদস্পন্দন ||

(28-04-16 Thursday)


তনু হত্যার প্রতিবাদে ডাকা হরতালে পিকেটিং করে বাসায় ফিরে যাওয়ার পথে ।