বিপ্লবী হতে চাও,
প্রথমে চেতনা থেকে
মৃত্যুভয় ধ্বংস কর,
জাগ্রত কর
বিপ্লবের রক্তিম অগ্নিস্ফুলিঙ্গ,
চেতনায়
দেহের প্রতিটি শিরা উপশিরায়,
যেন তোমার স্পর্শেই
কারাগার-রক্ষী
উত্তাপে পুড়ে যায়,
সকল শৃঙ্খল ধ্বংস হয়ে যায়,
হয়
কাঁটাতার হীন মুক্ত পৃথিবী ।
বিপ্লব মানেই মুক্তি
বন্ধনহীন মুক্তি -
বিপ্লবী চেতনা বিপ্লবের হাতিয়ার
মুক্তির লক্ষ্যে ধেয়ে চলা এক অগ্নিস্ফুলিঙ্গই হল
বিপ্লবী ।




(10-03-17 Friday)