কালো অন্ধকার ভেদ করে দূরের আকাশে জ্বলছে
আলোক বর্তিকা,
কুসংস্কার অন্ধ মোহ ভুলে গিয়ে গাইছে
সাম্য জয়ন্তিকা,
তুমি, ধর কণ্ঠ গাও গান
জ্বালাও আলোর মশাল
নির্মম এই শোষণের বিরুদ্ধে।
ওহে ও মুক্তিকামী মুক্তসৈনিক
নবযৌবনে এইতো সময় যুদ্ধে যাওয়ার,
আধারের মাঝে এইতো সময়
জ্ঞান মশাল হাতে নেওয়ার।
মুখে বল মুক্তিকামী
যুদ্ধে বীর যোদ্ধা,
করছে শোষণ আজকে তোমায়
ঘুমিয়ে রয়েছ,
কেন করছো কাপুরুষতা?
নবযৌবনে এইতো সময়
জ্ঞান মশাল হাতে নেওয়ার,
নবযৌবনে এইতো সময়
মিছিলে শ্লোগান তোলার।
শোষণের বিরুদ্ধে এসো আজ
জাগিয়ে মানবতা,
ছড়িয়ে দাও চারদিকে
জ্ঞানের মহাশিখা... "
(04-06-16 Saturday)