অনেকটা পথ হেটে
এসেছ এখানে, যেতে চাও
বহুদূর ।
চলে যাবে হয়তো একদিন
হেটে হেটে অথবা দ্রুত বেগে
স্বপ্নিল গন্তব্যে ।
অথবা ব্যর্থতার গ্লানি বুকে চেপে
চেয়ে থাকবে
স্বর্ণ সিংহাসন পানে ।
বিজয়ের পেছনে ছুটে চলাই বর্তমান বাস্তবতা ।।

তোমার চোখে এখন অজস্র স্বপ্ন
রঙিন, লাল, নীল, সবুজ
হাজারো রঙের ।
প্রজাপতির রঙিন পাখার মতো
পৃথিবীর চারপাশ ছেয়ে আছে
বর্ণিল স্বপ্নে ।
স্বপ্নিল পিরামিডের শীর্ষে আরোহণ
সবাই করতে পারবে না
ঝরতে হবেই ।
স্বর্ণ চন্দ্রিকা দেখে ঝরে পড়া-ই বর্তমান বাস্তবতা ।।

বৈষম্যে বৃদ্ধি পায় বিপথগামীতা
উচ্চাভিলাষী আকাঙ্ক্ষায় হানাহানি হিংস্রতা
সাম্যেই শান্তি ।
আজ এ সমাজ বৈষম্যে বিশৃঙ্খল
চারপাশে শোষিতের চোখের জল
বাড়ছে দিবারাত্রি ।
চলো দিন বদলের পথে নামি
এসো দ্বৈত প্রাণে সাজাই সমাজ
সাম্যের নীড় গড়ি ।
সংগ্রাম ছাড়া সাম্য আসা অবাস্তবতা ।।





(07-01-17 Saturday)