দুঃখের সাথে বাসযে আমার কষ্টই সারা মাস
বারবার ভাবি- এই বুঝি এলো সুখগুলো একরাশ।
একবার করি দুইবার করি বারবার অভিনয়
আজযে বড় ক্লান্ত আমি আর নয় আর নয়।
যতবার ভাবি- ভাগ্যবিধাতা রবেনা আর নিষ্ঠুর
বারবার যেন উঁকি মেরে আসে কষ্টই সুমধুুর।
হায়রে কেন স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়
দুঃখ নামের বৈঠা রেখে মাঝিই চলে যায়।
পাথর ভেঙ্গে গড়ব বাগান ফুটবে কতফুল
আশায় আশায় দিন যে ফুরায় পাইনা খুঁজে কূল।
এই যদি হয় ভাগ্যলিখন- অশ্রুই সারামাস
না না তবে আর নারে ভাই- যাবই পরবাস।
অতীগোপনে কেঁদে কেঁদে যদি ফুরোয় সবটা বেলা
ক্যামন করে চালিয়ে যাব জীবন নামের ভেলা।
আষাঢ় গেল শ্রাবণ গেল পৌষ মাঘ সব যায়
গ্রীষ্ম মাসের কাঠফাটা রোদ বারবারই রয়ে যায়।