মাঝে মাঝে নিজেকে বড় অসহায় নিঃসঙ্গ মনে হয়
দুঃশ্চিন্তা আর হতাশায় ভরা প্রতিটা মুহূর্ত
যতোবার ভাবি- এবার বুঝি সত্যিই হবে ওদের পরাজয়
কিন্তু না, ওরা বড্ড চতুর, সিগারেটের নিকোটিনের মতো ধূর্ত
একবার সুখটান পড়লেই আর রক্ষা নেই ।
এক একটি ঘন্টা, মিনিট, সেকেন্ড চলছেতো চলছেই
কে মরল, কে বাঁচল তাতে ওদের কী!
যেনো নজু পাগলার বিষের বাঁশী বাজছে আর বাজছেই
ধ্যান জ্ঞান সব উজার করে চলে ওদের নবাবি
আর তিলে তিলে অতি গোপনে নিঃশ্বেষ আমি হই।
জানিনা, আর কতকাল বয়ে বেড়াবো কষ্টের এ বোঝা
সুখ পাখি তুই আর কতদূর? সহেনা আর যাতনা
অন্ধ ঘরে ভূতের ভয়ের মতো লোক দেখানো সাজ-সজ্জা
নিয়তি আমার বড়ই নিষ্ঠুর, বুঝেও ক্যান বুঝেনা
সবই নাকি কপালের দোষ, তাই সেও বুঝেনা কি চাই।