আমার হৃদয়টাকে_
তিনতলা একটা বাড়ি বানিয়েছি।
এর নীচ তলাটাতে আজ
সম্পূর্ণ দুঃখ আর না পাওয়ারা বসবাস করছে।
আমি ছিলাম সেখানে পঁচিশটা বছর।
এরপর যখন দোতলায় আসলাম,
অনাবিল সুখে গ্রাস করলো আমাকে!
আমি অবাক হয়ে অপলক দৃষ্টিতে আজও চেয়ে দেখছি,
সুখ কি অপূর্ব সাজে সেজে রয়েছে আমার প্রতিটা কামরায়।
তাইতো অপরুপ ভাললাগা আর মুগ্ধতায় আমি আজ কাতর।
কিন্তু,
তৃতীয় তলায় আমার জন্য কি সাজিয়ে রাখা হয়েছে জানিনা।
তবে,
তিনতলার খোলা ছাদে পুস্প কানন
ভরে থাকবে হাজারও রঙ্গে।
আমি উপভোগ করতেই থাকবো আমার ফেলে আসা সব সুখ গুলোকে।
এটা আমার দৃঢ় বিশ্বাস।
আমি সেখানে বসে খোলা আকাশ দেখবো।
চারিদিকে পুস্পের সুগন্ধো মিশিয়ে
দিনে রাতে আমায় খুশি করতে,
মৃদু সুর তুলবে ভালবাসার সঙ্গীরা।
আমি হবো সেই সে খোলা ছাদের বাদশা।
তুমি আসলে আসতে পারো আমার সঙ্গী হতে।
আমি যে তোমাকে সঙ্গী করে সেখানে চাই।