আর একটি বার তুই আয় সই-ফুল।
হাতে হাত ধরে আর একটি বার,
ছুড়ে ফেলে মেকি সুখ পথের ধুলায়
চল দাঁড়াই খোলা আকাশের নিচে।
চার দেয়ালের ঘেরা-টোপের বাইরে।
যেখানে দৃষ্টি আবদ্ধ নয় সুখের দেয়ালে।
সব কথা শোনা যায় বুকের গভীরে।
টবে রাখা গাছ নয়; যেখানে
মাটির কঠিন বুক চিরে প্রকৃতির আপন
খেয়ালে অঙ্কুরিত বীজ মেলে পাতা।
মুক্ত পাখিরা পায় ওড়ার আকাশ।
কংক্রিটের জঞ্জালের বাইরে-
যেখানে মানব সভ্যতার আলো
এখনো জ্বালেনি তার বাতি।
সেই নিষ্কলুষিত আদিম মাটিতে-
আর একটি বার তুই আয় সই-ফুল,
আমরা দুটি ফুল হয়ে ফুটি।