আঁকা বাঁকা মেঠো নদী সবুজ এ গাঁয়ে।
সরু সরু পথ আঁকা চলা পায়ে পায়ে।
পুকুরে গাছের ছায়া হাঁসেদের দল।
আলোর পরশে যেন করে ঝল-মল।
ধানের ক্ষেতের শেষে আছে বাঁশ ঝাড়।
শীতের সকাল বেলা সাদা কুয়াশার।
সন্ধ্যায় নামে সেথা পাখিদের ঢল।
দামাল ছেলের দল করে কোলাহল।
এরি মাঝে মাঠ চিরে রেল গাড়ি ছোটে।
অচেনা ঘাসের ডাঁটে নীল ফুল ফোটে।
খড় দিয়ে ছাওয়া বাড়ি নিকোনো উঠান।
গাঁয়ের নদীর ঘাটে কিশোরীর স্নান।
হেলানো বটের গায়ে রাখালের খেলা।
সবুজ মাঠেতে গরু চড়ে সারা বেলা।
বিধাতার তুলি যেন নিপুন যতনে,
থেমেছে এখানে এসে গ্রামের অঙনে।