অন্ধকার বুক চিরে, আলোর সুবর্ণ পথ দিয়ে
নতুন সকাল আসে, নতুন দিনের গন্ধ নিয়ে।
চারিদিকে সবুজের মহা সমারোহ, কলতান,
নতুন আলোর স্পর্শে পূর্ণতায় উদ্ভাসিত প্রাণ।
শান্ত পথ-ঘাট, নদী-মাঠ, ধীরে ধীরে জেগে ওঠে,
ঘুম চোখে আলো মেখে বাগানে বাগানে ফুল ফোঁটে।
পথিকের পায়ে পায়ে জেগে ওঠে চেনা জনপথ,
বাতাসে ছড়িয়ে পড়ে নতুনের নতুন শপথ।
পতিত পাবনি বক্ষে ডুব দ্যায় পূজারীর দল,
সাদা বক এক পায়ে, ঘিরে আছে কুয়াশা নির্মল।
প্রভাত কীর্তনী দল, ঘুম ঘুম মন আন-চান।
বৈরাগীর একতারা গেয়ে ওঠে নতুনের গান-
বরফ শরীর তার, মেঘের মতন গলে যায়
নারীর দেহের মতো স্নান করে আলোর ঝর্ণায়।
*অক্ষর বৃত্ত - মহাপয়া (সনেট)
© সন্তোষ দেবনাথ ২০-০২-২০২২