সব শাসকের একই রক্ত
আদিম থেকে বর্তমান
যতই হও না কারো ভক্ত
অত্যাচার-ই প্রতিদান।
গাড়ির ভিতর বসে কি-আর
চাকার কথা কেউ ভাবে?
রাস্তা ঘষে বুকে যে তার
দিন চলে যায় ওই ভাবে।
তুমি আমি সবাই চাকা
থামবো যে তার উপায় নেই।
চামড়া দিয়ে রক্ত ঢাকা
জীবন কাটে পথে তেই।
ট্যা-ফোঁ করলে, ভাতে মারবে
শোষণ পীড়ন বঞ্চনা,
মিথ্যে কেসে সত্য হারবে
সঙ্গে আছে লাঞ্ছনা।
না-করা সেই অপরাধে
শমন পাবে বাড়িতে,
দেখবে মজা তারা শুধু
চড়ছে যারা গাড়িতে।
মন্ত্রী-রাজা জেলে গেলে
পালক বাড়ে গৌরবে
তোমায় আমায় ধরতে পেলে
বাড়ির লোকের কি হবে?
রামে বামে গলাগলি
ফুলে ফুলে রঙ মেলে
স্বাধীন ভারত খাম-খেয়ালি
তেলা মাথাই তেল-তেলে।
*স্বর বৃত্ত ছন্দ
© সন্তোষ দেবনাথ ২০-০২-২০২৩