হাতে হাতে মোবাইলে
ফেস বুকে নিউ ফ্রেন্ড।
সক্কলে অনলাইন
এটাই প্রেজেন্ট ট্রেন্ড।
গায়ে-গায়ে ঠোকা-ঠুকি
মুখে কোনো কথা নেই।
তবু যেন চ্যাট হয়
অনলাইন এলে সেই।
সকালে উঠেই দেখি
মুখ খানা ফ্যাকাসে।
কারণটি জানা গেলো
লাইক নেই স্ট্যাটাসে।
ভেজেছো কি লুচি আজ-
খেয়েছো কি পিৎজ্জা?
ছবি খানা তুলে রেখো
করো নাকো লজ্জা।
মেকাপেতে ভরে মুখ
হাসি হাসি নিউ লুকে,
মাঠে-ঘাটে ছবি তুলে
ছেড়ে দাও ফেস বুকে।
হাই! কেমন আছো?
থ্যাংক ইউ, আমি ফাইন।
কৈশোর প্রেম আজ
তাও পাবে অনলাইন।
স্ট্যাটাসেতে এনগেজ
দেখে মন হাহাকার!
ট্রোল করো, গালি দাও
ফেস বুক সব্বার।
বৃদ্ধা মা রোগে ভোগে
ছবি তোলো সুনিপূণ।
ফেস বুকে তুলে দিয়ে
লেখো 'গেট ওয়েল সুন্'।
ছেলে বেলা এই মা
মনে আছে স্পষ্ট।
বুক পেতে নিজে নিত
সকলের কষ্ট।
ফেস বুক কেঁড়ে নিলি
তুই আজ বটতলা।
অফ-লাইন চলো যাই
সক্কলে এই বেলা।
অনলাইন যোগাযোগ
এর বেশি কিছু নয়।
জীবন অনেক বড়ো
অফ-লাইন মধুময়