তীব্র তাপে দরজা আঁটা
শুকায় নদীর জল।
মাঠের মাটি ফুটি-ফাটা
খাবো কি আর বল?
যায়না সহন এমন দহন
যাচ্ছে গলা ফেটে।
তাপ যদি বা যায়রে সহন
খিদে কি আর মেটে?
এর উপরে রাজার সেনা
খাজনা নিতে আসে।
সবার ঘরে আজকে দেনা
এমন সর্বনাশে।
মাঠের পরে নেই রে ফসল
খাজনা দেব কিরে!
এগিয়ে এলে গাঁয়ের মোড়ল
সেনায় ধরে ঘিরে।
খবর যেতেই রাজার কানে
ডাকেন তিনি সভা।
ভুখা প্রজায় আঘাত হানে
রাজার সাধ্য কিবা!
শুনে সবার কথা, রাজার
চোখ ভরে যায় জলে।
বলেন আমার রাজা সাজার
সক্কলি বিফলে।
শোনো সবাই পেট ভরে খাও
বলেন তিনি হেঁকে।
খাজনা মুকুব ধান নিয়ে যাও
আমার গোলা থেকে।
রাজার কাজ প্রজা শাসন
দান-অনু দান নয়।
সব রাজারা ছিঃ-ছিঃ করে,
নেই রাজা তোর ভয়?
দুঃখী রাজা মাথার মুকুট
রাখেন ধুলার পরে।
চাই না মুকুট অন্ন জুটুক
সকল প্রজার ঘরে।
মুকুট মাথায় সাজা রাজা
আসল রাজা নয়।
প্রজার তরে কাঁদেন রাজা
সেই তো রাজা হয়।