পাখিরা স্বাধীন-নীলে ওড়ে
খোলা জানালার পর ওপারে আকাশ
তার পর...আবছায়া–
নেমে এলে, মুক্ত বন সবুজ বেহায়া।
খড়-কুটো ভ'রেছে বাতাস,
মুক্ত পাখা, মুক্ত মন, মুক্ত সুখী গৃহ কোণ,
নেই কোনো বৃথা সুখ সন্ধানের ঘোরে।
সারাটা জীবন স্বেচ্ছা বন্দি,
চারটি দেয়ালে ঘিরে রেখেছি নিজেকে।
তীব্রতর হলাহলে–
এখানে ওখানে পথ বেঁধেছি শিকলে।
তবু কেন মুক্তি বাজে বুকে?
ঘিরে আসে অন্ধকার, চেয়ে দেখি বন্ধ দ্বার,
বৃথা মন এঁটে চলে সুনিপুন ফন্দি।
*অক্ষর বৃত্ত ছন্দ
© সন্তোষ দেবনাথ ০৫-০৩-২০২২