কাজ হলে সারা, বেলা শেষে অবসরে
এই আঙিনায়, পুরানো খাতার মতো
যতনে সাজানো প্রিয় ঘরে, চিরতরে
ফুরাবে জীবন ঘেরা প্রয়োজন যত।
চাল ডাল তেল নুন জোগানোর দায়
ভার, ভার-হীন হয়ে নিতান্ত খেয়ালে
মেঘের মতন এক ফুঁয়ে, নির্দ্বিধায়
পাখা মেলে বসি গিয়ে আলোর দেয়ালে।
তখন কেবল মুক্তি! অপার বিস্ময়ে
মানুষের হতে বহু দূরে একা একা
বৃষ্টি অরণ্যের বুকে একান্ত নির্ভয়ে
অনেক কাছের থেকে হবে সেই দেখা।
এখনো যেখানে মানুষের পদ চিহ্ন
হয়নি অঙ্কিত, নিবিড় সে ভূমি তলে
জীবাশ্ম নির্জনে, অন্ধকার ছিন্ন ভিন্ন
হয়ে হবে উন্মোচিত চরণ ছোঁয়ালে।
*অক্ষর বৃত্ত
© সন্তোষ দেবনাথ ৩০-১১-২০২২