অনেক তুষার যুগ পথ–
পার হয়ে মায়াবী বিতান, মেঘ-মন,
এখানে থেমেছে এসে।
নিষ্পলক চোখে তার দৃষ্টি এসে মেশে।
স্থবির স্তব্ধতা কিছুক্ষণ,
শব্দ হীন উপলব্ধি, মৃত্যু থেকে জন্ম অবধি
কিছুটা সময় শান্তি, প্রশান্ত জগৎ।
অনেক জীবাশ্ম জন্ম শেষে
দু জনেই ভুলে গেছি মানুষের ভাষা।
তবু হৃদয় স্পন্দন–
অস্ফুট কম্পন প্রাণে হয় উচ্চারণ,
মানবীয় শোক, ভালোবাসা,
প্রাণে প্রাণে উদ্বেলিত, ফুল ফোটে কত শত
তার পর দীপ নেভে মানুষের দেশে।
*অক্ষর বৃত্ত ছন্দ ও অন্ত মিল প্রকরণ
--------–------------------------
১ পংক্তি–মাত্রা ১০--------অন্ত মিল – ক
২ পংক্তি–মাত্রা ১৪--------অন্ত মিল – খ
৩ পংক্তি–মাত্রা ৮---------অন্ত মিল – গ
৪ পংক্তি–মাত্রা ১৪--------অন্ত মিল – খ
৫ পংক্তি–মাত্রা ১০--------অন্ত মিল – গ
৬ পংক্তি–মাত্রা ৮+৮=১৬-অন্ত মিল – ঘ+ঘ
৭ পংক্তি–মাত্রা ১৪--------অন্ত মিল – ক