আজ এ সময় হবে ইতিহাস
কাল এ সময় এলে,
কালের এ গর্ভে ডুবে যাবে সব
অনায়াসে অবহেলে।
পুরানোর ছোপ লাগবে নূতনে
সময় অতীত হলে,
নূতনেরে নেবে বরিয়া সকলে
পুরানো যা যাবে ঢলে।
কালের এ স্রোত বড় নিদারুণ
কখনো জানেনা থামা,
পথের দুধারে সব পিছে ডাকে
তবুও যাবে না নামা।
চলাই জীবন, একমুখী পথ
ফিরে তো আসে না কভু,
দিবসের শেষে, এ মেদুর বুকে
ছেলেবেলা ডাকে তবু।
যত ভাবনারে এই বেলা তাই
কবিতায় গেঁথে যাই,
ভয় হয় পাছে, দেরী হয়ে যায়
যদি না সময় পাই।
*অক্ষর বৃত্ত
© সন্তোষ দেবনাথ ০১-১২-২০২২