জোনাক জ্বলে
জোনাক জ্বলে
দিন ফুরোলে
সন্ধ্যা হ'লে
আকাশ তলে
জোনাক জ্বলে।
বাঁশের বনে
ঝোপের কোনে
ধীরে ধীরে
নদীর তীরে
ডাইনে বামে
আধাঁর নামে।
আবছা রাতে
আবছায়াতে
কালো জলে
কলমি দলে
সদল-বলে
জোনাক জ্বলে।
থেকে থেকে
দূরের থেকে
হুক্কা হুয়া
হুকা হুয়া
শেয়াল ডাকে
পথের বাঁকে।
জোৎস্না বিহীন
আঁধার গহিন
মৌরি ক্ষেতে
গন্ধে মেতে
হাওয়ার দোলে
জোনাক জ্বলে।
গন্ধমাদন
কি জ্বালাতন
কারণ ছাড়া
নিমেষ হারা
আকাশ তলে
জোনাক জ্বলে।
**স্বরবৃত্ত ৪ এর ছন্দ।
এখানে ২ এর অসম্পূর্ণ পর্ব না থাকার
কারনে ছন্দ এখানে পাঠককে তাড়িয়ে বেড়ায়। পাঠক চাইলেও কবিতার মাঝে থামতে পারে না।
© সন্তোষ দেবনাথ ০৭-০১-২০২৩