কূল ছাপানো ফুল ফুটেছে
ক্ষীরাই নদী জুড়ে,
ছেঁড়া জামায় রঙিন সুতো
বেড়ায় উড়ে উড়ে।
স্বপ্ন ফোটে ফুলের সাথে
বেনু মালীর ঘরে,
খুকির গায়ে নতূন জামা
বহু দিনের পরে।
মা মরেছে বছর তিনেক
খুকির তখন চার,
সেই থেকে বাপ-বেটি মিলে
দু-জনার সংসার।
মা-হারা সেই ছোট্ট মেয়ে
বোঝে না তো কিছু,
এদিক-ওদিক ঘুরে বেড়ায়
বাবার পিছু-পিছু।
লেখা পড়ার বালাই তো নেই
এমন গরিব ঘরে,
প্রতি বছর বন্যা এলে
ঘর ভেঙে যায় ঝড়ে।
ঠাকুর ঘরে গাঁথা মালায়
কত যে কাহিনী,
আজ তাজা ফুল কাল সে বাসি
আমরা সবাই জানি।
লক্ষ্মী এসো ফুলে ফুলে
ক্ষীরাই নদীর কূলে,
তোমার পূজার ফুল যে ফোটায়
নাও মা কোলে তুলে।