রাতের রুপালি নদী
জোছনায় ভেসে যায়,
চলোনা বেড়িয়ে পড়ি।
দু-চোখে আজ ঘুম নেই।
কবির কবিতা আজ-
মিশে গেছে জোছনার সাথে।
তোমার চোখের কাজলের
অন্তহীন গভীরতা
ছোঁব আজ, ঘুমহীন
জোছনার রাতে,
চলোনা বেড়িয়ে পড়ি।
যেখানে সাগর
ছুঁয়েছে বেলা,
যেখানে নীলাভ আঁধারে
রাতের নক্ষত্র যত
গল্প করে আকাশের সাথে।
সেই অব্যক্ত নির্জনতা
ছোঁব আজ, ঘুমহীন রাতে,
চলোনা বেড়িয়ে পড়ি।