বোঝাতে না পারি যদি-
সে দায় আমারো,
কবিতা আজকে তুমি...
                          ছুটি নিতে পারো।

বলতে না পারি যদি, তুমি বুঝে নাও
একটু আমার কাছে এসো...
একটু আদর করতে দাও।
একটি চুম্বনে এসো আলিঙ্গন আঁকি
বাকি কাজ পরে থাক বাকি।

সব কিছু দায় ভার বয়ে-
সব স'য়ে রোজ-ই তো চলেছি
তোমাকে প্রেমের কথা, বলো...
             শেষ কবে-- কতটা বলেছি?
                            
জীবনের মোমবাতি রোজ...
        আলো দিতে দিতে পুড়ে যায়।
মাঝে মাঝে মন কিযে চায়-
বুঝে নিতে আমাদেরও আছে তার দায়।

**অক্ষর বৃত্তের বৃত্তে বাঁধা পরে গেছি
© সন্তোষ দেবনাথ ১৮-০১-২০২২