এই তো এই খানে
সেদিন খেলা হতো,
নীরব অনুরণে
স্মৃতির ভীড় যতো।
পুরোনো পথে যেতে
এখনো চোখ ফেরে,
চেনা সে পথ ঘাট
অচেনা মুখে ঘেরে।
চেনা সে গাছ পালা
এখনো কিছু আছে,
নতুনে পুরোনো তে
কিছুটা বদলেছে।
আগাছা ভরা মাঠে
উঠেছে ঘর বাড়ি,
দূরেতে চষা মাঠে
নেই সে তাল সারি।
তবুও চোখ খোঁজে
চেনা সে মুখ গুলি,
কখনো দেখা পেলে
আবেগে সব ভুলি।
*অক্ষর বৃত্তে মন্দাক্রান্তা
© সন্তোষ দেবনাথ ০৫-১২-২০২২