আলোক লতা মন বাতাসি লুপেদের কথা
কুয়াশা ঘিরে থাকে পাহাড়ি পাইনের মাথা
মাথাটি চুমে তার গভীর বন্ধন সুখে
জড়িয়ে মমতায় সোহাগী স্পন্দন বুকে।
কুয়াশা ছুঁয়ে যায় মাথার চুলে বিলি কেটে
দুচোখে ঘোর লাগে আকাশি পথে হেঁটে হেঁটে
এখানে নীল বেশী পেয়েছে নির্মল ছোঁয়া
সাদাটে তুলো মেঘে জেগেছে উচ্ছল তোয়া।
যতটা চোখ যায় দেখি যে সবুজের মায়া
মেঘের থরে থরে পাহাড়ি মন আবছায়া
বাতাস আসে এই বাতাসি বন-পথ বেয়ে
পিপাসু মন থাকে ধোঁয়াটে সাদা মেঘে ছেয়ে।
চায়ের বাগানেতে সবুজে ঢেউ তোলা দেশে
এখানে চির শীত বেঁধেছে বাসা ভালোবেসে
ঝর্ণা অবিরাম ঝরেছে ধোঁয়া জল হয়ে
তিস্তা বুক চিরে চলেছে ধারা তার বয়ে।
*মন্দা ক্রান্তা ছন্দ