ছদ্মবেশী তোষামোদ
প্রশংসার মতো লাগে-
                 কখনো কখনো,
জীবনের প্রতিপদে
বন্ধু নয়, শত্রু ব'লে
                তারে তুমি জানো।

যদি ব্যথা লাগে কোনো
অতি তিক্ত, চির-সত্য
               কটু সম্ভাষণে,
তার চেয়ে ভালো কিছু
আর নেই, রাখ তারে
               স্বর্ণ সিংহাসনে।
                  
প্রশংসার ছলে কোনো
বন্ধু যদি তোষামোদে-
                ভরায় এ প্রাণ,
মিথ্যার সে স্বর্গে ব'সে
ভুলেও কোরোনা যেন
               নিজেকে মহান।
              
বন্ধু এসো সেই জনা
সাদা-কালো নির্দ্বিধায়
               বলতে যে পারো,
গরম লোহার 'পরে
প্রয়োজন মনে হ'লে  
                হাতুড়িটা মারো।    
                    
ছদ্মবেশী তোষামোদ
বিষের চেয়েও অতি–
                তীব্রতর বিষ,
আত্মতুষ্টি চোরাবালি
ধীরে ধীরে গিলে নেয়
                 সত্য অহর্নিশ।

**অক্ষর বৃত্ত