যে হাওয়া ওই অশথ গাছে
দোল দিয়ে যায়,
শুকনো পাতায় মর্মরি ওই
বোল দিয়ে যায়,
দক্ষিণ বায়ে বসন্তে এই
প্রাণ ছুঁয়ে তায়,
উথাল ঢেউয়ে ঘুমের থেকে
সবায় জাগায়।
গাছে গাছে আমের মুকুল
গন্ধে মাতায়,
সূর্য কিরণ পিছলে পরে
পাতায় পাতায়,
থেকে থেকে কোকিল ডেকে
শুধুই জানায়,
ভরেছে মন রঙে রঙে
কানায় কানায়।
রাশি রাশি শিমুল পলাশ
থোকায় থোকায়
শাখায় শাখায় বিচ্ছুরণে
লালের ছোঁয়ায়।
সবুজ সবুজ নতুন পাতা
শাখায় শাখায়
বসন্তের এই আগমনী
বার্তা পাঠায়।
*স্বর বৃত্ত ছন্দ
© সন্তোষ দেবনাথ ২৩-০২-২০২৩