বাঁচার মত বাঁচ্ রে সবাই, নদীর মতন বাঁচ্
ঝর্ণা ঝ'রে পাহাড় বেয়ে তুষার মিহি কাঁচ।
চলতে পথে স্রোতের সাথে নিত্য নতুন বাঁক
জল ছপা ছপ্ পায়ে পায়ে স্বপ্ন বেঁচে থাক।
রুক্ষ দুকূল সবুজ সবুজ দে সাজিয়ে মন,
মাটির বুকে কান পেতে তুই সেই কথাটি শোন,
যে কথা তার স্বপ্ন নিয়ে গাছের পাতায় ছায়,
যে কথা তার উদাস বুকে আবেশ খুঁজে পায়।
নদীর মতন চল রে জীবন জলের ধারায় 'ব
গাছের মতন সবুজ মেখে আলোক বরণ 'হ
কঠিন শিলায় বাঁধা পেলে পাশ কাটিয়ে যা,
যুদ্ধ করে জিততে সময় নষ্ট করিস না।
উছল ধারা বাঁধন হারা মানা মানিস না
যে জন ভাসে তোর জলেতে তারে ডুবাস না
সাগর পেলে আগোল ফেলে, ঢেউ কুল কুল নীল জল
বাঁচ্ রে কেবল আনন্দ-তে, আলোয় আলো ঝল্-মল্।
*স্বর বৃত্ত