সেই কবেকার এক আতঙ্কের ঘোর
চোখে মুখে এখনও নির্লিপ্ত বিভোর
"মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেন নি"
তবু তিনি সেদিনও তো থমকে থাকেন নি।
সেই এক ভয়, হৃদয়ে বেঁধেছে তার বাসা
আতঙ্কের দিনে রাতে আর কি প্রত্যাশা?
সামনেই পঞ্চায়েত ভোট
এ্যন্টি-সোস্যাল কোথায়? ওরা তো রাজনৈতিক জোট।
ইতিহাস চিরদিন এ কথাই বলে
একটু রক্ত তো ঝরবেই কোনোদিন বিপ্লবিত হলে
পুড়বেই কিছু বাড়ি ঘর
দুটি একটি লাশ তো জ্বলবেই চিতার উপর।
ছোপ ছোপ রক্ত এসে দাগ রেখে যাবে
কোনো এক পিতৃহীন শিশু সেই রক্তে ভেসে যাবে
নির্বাচনী কত ফুল ফুটবে সে রক্তের উপর
ক্ষমতার লোভে দ্যাখো লাশ জ্বলে চিতার উপর।
কুয়াশার মায়া নয়, অন্ধকার বোমার ধোঁয়ায়
সকালের কাগজের আর্তনাদ বাতাসে মিলায়
মনে জাগে কবেকার সেই এক আতঙ্কের ঘোর
"রাতের চেয়েও অন্ধকার" এ কেমন ভোর!
বারুদের গন্ধ মাখা বিষাক্ত বাতাসে
কিছু প্রাণ অপেক্ষায় অন্তিম নিঃশ্বাসে
বিধবার সিঁথি ঢাকে আনকোরা থানের কাপড়ে
দাউ দাউ গণতন্ত্র জ্বলে দ্যাখো চিতার উপরে।