আলোতে কি, সব কিছু যায় দেখা, হয় দৃশ্যমান?
আমি দেখি, অন্ধকারে নক্ষত্রের বুকে মিটি মিটি
সারা রাত খুনসুটি, মহাশূন্যে গল্প ভাসমান,
নিকষ-এ অন্ধকারে সব সমারোহ পরিপাটি।
অন্ধকার শুষে নেয় জীবনের সব হলাহল্
বাঙময় হয় নীরবতা, অন্ধকারে-দীপ্ত কোলাহল।
প্রতি রাতে কত কথা লেখা হয় আকাশ গঙ্গায়,
অচেনা নক্ষত্রপুঞ্জ আলোর গভীরে নিদ্রা যায়।
স্বপ্নে ভাসে গাছ-পালা, পাখা মেলে কবিতার বই,
রূপকথা, জলপরী, আছে যা-যা আরো বিদ্যমান,
এই সব- অন্ধকার সরে গেলে, বেঁচে থাকে কই?
আলো সেতো ম্রিয়মান, সব কিছু নয় দৃশ্যমান।
তাই বুঝি দিন হলে সারা, জাগে সন্ধ্যা তারা,
অন্ধকারে ডুবে যায়, দিনের আলোতে ছিল যারা।
**অক্ষর বৃত্তে মহাপয়া