কত আমি-তুমি আর পরিচিত ভীড়
জলের ফোঁটার মতো এই আছি-নেই
কালের কবলে এই সবই অস্থির
কোনো ভেদা-ভেদ নেই চোখ বুঝলেই।
পৃথিবীর এই সব জন-কলরব
রাজপথ ট্রাম-বাস, মিছিল-দুর্ভোগ
একদিন যেন ঠিক হবেই নীরব
মিটে যাবে জীবনের সব টুকু ক্ষোভ।
এই সব একদিন ঠিক মুছে যাবে
থাকবে না কিছু মাত্র অবশিষ্ট লেশ
বলাই বাহুল্য মাত্র, নতুনেরে পাবে
সেদিন নতুন কেউ, অন্য পরিবেশ।
নতুন সকালে, এক ঘুম থেকে জেগে
সেদিন হয়তো তুমি সমুদ্রের তীরে
সবুজের ঝাউ বন, নোনা স্বাদ লেগে
আছে তোমার ওই নির্বাক শরীরে।
নিষ্প্রাণ প্রবাল জন্ম সমুদ্র পেরিয়ে
হয়তো আমিও হব এক গাঙ চিল
ক্লান্ত হয়ে নীড়ে ফিরে তোমার আশ্রয়ে
রূপকথা চুপ হয়ে আলো ঝিল-মিল।
********************
অক্ষর বৃত্ত ৮+৬=১৪ ছন্দ