স্বপনে যদি কভূ আবার আসি ফিরে,
ফিরিয়ে দিও মোরে চলিব আমি ধীরে ।।
রেখোনা বেঁধে যেন সে হৃদয় মাজারে,
পথিক চলে আজি তোমায় রেখে দুরে-
স্বপনে যদি কভু-------------- ।।
মন খারাপ হলে আসিব পথ ভূলে
দিয়ে যাবো গো পিয়া ফুলের মালা চুলে-
থেকোনা যেন চেয়ে জানালা খুলে দিয়ে,
আসবোনা ফিরে আর সুখ বারতা নিয়ে-
বিজলীর আলো দেখে করিও মনে মোরে,
ভয় পেওনা যেন আসিলে সুখ নীড়ে-
স্বপনে যদি কভূ-------------।।
- গীতি কবিতা ( ৩১/০৮/২০২১ ইং )।