জীবনে বাইছে না আর  সুখের বাতাস,
ভয়ংকর মহামারি চলতেছে আবার !
কেমনে ফিরবে যে সুখ, মাঝেতে সবার_
দূর্গম অরণ্যে বাস; আঁধার আকাশ !
করুণা কর মাবুদ ফুলের কাননে_
আকাশ ঢেকেছে আজ মেঘের ছায়াতে।
বসন্তের আগমনে জীবন সাজাতে_
ভরাও পৃথিবী আবার, সোনালী অরুণে।
সুখের সংসারে আজি সূর্য গ্রহণ,
আলোর ঝলকানিতে দাও গো কিরণ।
চায় না মানুষ আজ প্রাচুর্য্য-ধন,
সোনালী হাসিতে ভরাও মানুষের মন।
করোনা ভাইরাসে আর দিওনা মরণ,
এক বার দাও খোদা তোমার দর্শন।

- সনেট কবিতা