আষাঢ়ের আগমন করাল স্মরণ
শৈশবের স্মৃতিগুলো ডাকে যে এখন।
পুরোনো দিনের কথা বলি যে কখন
করেছি এখন হায় যৌবন বরণ !
মাঠের ভিতরে আর হয় না'তো খেলা
বৃষ্টির পানিতে হায়; ভিজতে হয় একা।
বন্ধুদের বদনখানি যায় না যে দেখা
জমেনা এখন আর মিলনের মেলা।
প্রার্থনায় প্রভূ তুমি সব'ই তোমার,
কিভাবে চলেছি পথ এখনো ভাবাই-
শত শত ভূলে ভরা শৈশব আমার।
যদি থাকে লেখা এই, কপালে আমার-
আবার মিলিব সবে; একত্রে সবাই,
আঁধারে জ্বালিয়ে দীপ হবো'ই কুমার।
( সনেট কবিতা- ভূলক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । )