মনে রেখো মরণ আসবে যবে_
শেষের ডাকে চলতে হবে থাকবে না কেউ ভবে।
আপনজনে কাঁদবে বসে পরে_
দিনের আলো পরবে মনে অন্ধকার সে ঘরে।
যখন পাবে পরকালের দেখা_
তখন তুমি হয়ে যাবে নিঃসঙ্গ আর একা।
সবার হিসাব থাকবে কিন্তু জমা_
ভালো আমল করবে তখন সব আজাবের ক্ষমা।
লাভের হিসাব করবে না আর তুমি_
তখন বুঝবে কেমন লাগে কেমন কবর ভূমি !
তখন শুধু করবে আহাজারি_
যতই থাকুক পাহাড় সমান সম্পদ আর ঘর-বাড়ি !