শালিক আমার উঠলো যখন জেগে,
নিন্দুকেরা গেলো ভীষণ রেগে।
তাদের কথায় মূর্ছা গেলো পাখি,
একটু পরে আসলো খুলে আঁখি।
চোখের নিচে দাগ পড়েছে কালো,
লম্বা চুলে জট লেগেছে ভালো !
শরীরখানি শীর্ণ যেনো লাগে_
আহার বুঝি জোটেনি আজ ভাগে !
যাবার বেলায় হাতটি ধরে বলে,
এমন ভাবে কদিনই'বা চলে !
এ জনমে পাবো কি আর তোরে_
অতীত স্মৃতি কষ্ট দেয় যে মোরে !
খাঁচার পাখি ভালো নাই'রে গাঁয়ে,
কেমনে বলি কপাল আমার বাঁয়ে !
প্রাণের সখি বললো আমায় শেষে,
বেঁচে আছি তোমায় ভালোবেসে !